সোমবার, ২৯ এপ্রিল, ২০১৩

এবার আনলিমিটেড ফ্রী নেট চালান আপনার জাবা ফোনে

Symbian ব্যবহারকারীরা free net তো আগেই পাইছেন । অনেক দিন ধরে দেখছি জাবা ব্যবহারকারীদের জন্য ফ্রী নেট নিয়ে তেমন কাযকর পোস্ট দেওয়া হয় না তাই পোস্ট টা করলাম । পোস্ট টা ওনেক আগেই করতাম কিন্তু আমার জাবা ফোন না থাকার কারনে পরিক্ষা করতে পারিনি আজ আমার এক বন্দুর জাবা মোবাইল দিয়া পরিক্ষা করে পোস্ট টি করলাম যাক অনেক কথা হয়েছে এই বার কাজের কথায় আসি
প্রথমে prov GP mms.prov টা download করে defoult ভাবে সেট করে নিন
এর পর নিচের nokia browser টি

আনলিমিটেড ইন্টারনেট ব্রাউজ এবং সুপার স্পীডে ডাউনলোড


আসা করি সবাই ভাল  আছেন।অপেরা মোবাইল নিয়ে এর আগে একজন টিউন করছেন সেখানে অ্যান্ড্রয়েড ব্যাবহারকারী অনেকেই অপেরা মোবাইল চালাতে পাচ্ছেন না,যাদের সমস্যা তাদেরকে সহযোগিতা করতে টিউন করলাম।নিচের পদ্ধতি গুলো সঠিক ভাবে অনুসরণ করবেন ।
Setting>>mobile networks>access point names>grameen>new apn
Name:as u wish
Apn:gpmms
Apn type:defult,supl,wap(আগের টিউনে  mms দিতে বলছিলাম)
Proxy:10.128.1.2
Port:8080
Server:not set
MMS PROXY:10.128.1.2
MMS PORT:8080
বাকি সব থিক থাকবে ।

রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

আসুন একটি সফটওয়্যার দিয়েই চ্যাট করি ফেসবুক সহ পৃথিবীর প্রায় সব বিখ্যাত সোশ্যাল নেটওয়ার্কগুলোতে

প্রথমেই আমার সালাম নিবেন। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ চ্যাট ক্লাইন্ট যা দিয়ে আপনি পৃথিবীর প্রায় সব বিখ্যাত সোশ্যাল নেটওয়ার্কগুলোতে চ্যাট করতে পারবেন।
এখন অনেকেরই প্রশ্ন হতে পারে যে “ধুর মিয়া চ্যাট করার জন্য আবার আলাদা সফটওয়্যার এর কি দরকার?” কথাটা সত্য। ওয়েবসাইটে ঢুকে ইমেইল পাসকোড দিয়েই তো চ্যাট করা যায়। কিন্তু চ্যাট সফটওয়্যারটির সুবিধা হল ফেসবুক বা অন্য কোন ওয়েবসাইটে চ্যাট করার জন্য আপনার আলাদা করে ঐ ওয়েবসাইটের পেজ ওপেন করে রাখার কোন দরকার নেই। তাছাড়া যাদের সারাদিন ফেসবুকের হোম্পেজ খুলে বসে থাকার সময় নেই তাদের জন্য এটি অত্যন্ত জরুরি। কারন এর দ্বারা তারা থাকবেন সবসময় অনলাইন।

এবার মুখের কথায় ফেসবুক স্ট্যাটাস!

এমন যদি হতো, আপনি যা বলছেন তা শুনে নিজে নিজেই কম্পোজ হয়ে গেল স্ট্যাটাসটি।
কি বিশ্বাস হচ্ছে না?
বিশ্বাস হবে যদি আপনি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত মুঠোফোন ব্যবহার করে থাকেন তাহলে এটি খুব সহজেই সম্ভব। এ জন্য আপনাকে ‘স্ট্যাটাস এমসি’ সফটওয়্যারটি নামিয়ে নিতে হবে অ্যান্ড্রয়েড মার্কেট থেকে।

Download
এই সফটওয়্যার সংগ্রহের জন্য http://goo.gl/DGBsu   এ ঠিকানায় যেতে হবে।

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৩

ওয়ান ব্রাউজার দিয়ে ফ্রী ইন্টারনেট ব্রাউজ করুন অ্যান্ড্রয়েড ফোনে



প্রথমে ধন্যবাদ জানাই অসাধারণ চিন্তাশীল ব্যাক্তিকে যিনি এটা বের করেছেন ।ফ্রী ইন্টারনেট বন্ধ হইল ১৬.৪.১৩ আমার ফ্রেন্ড সকালে ম্যাসেজ দিল দোস্ত ফ্রী ইন্টারনেট এর দিন শেষ। তারপর ভাবলাম ধূর আবারও চরা দামে গ্রামীনফোনের প্যাকেজ নিতে হবে :-( জিপিকে বাঁশ দেয়ার দিন কি শেষ। তারপর আমি এবং আমার ফ্রেন্ড বিপ্লবের সাথে ফ্রী ইন্টারনেট নিয়ে  কথা বলতে বলতে অনেক সুত্র বের করলাম ।যাইহোক চিন্তা ভাবনা আর অনেক ঘাটাঘাটি করে একটা ট্রিক্স পাইলাম যেটা শুধু স্যম্বিয়ান সেট এ স্পীড ডায়াল এর মাধ্যমে ২টা সাইট ব্রাউজ করা যায় যেটা অসাধারণ চিন্তাশীল ব্যাক্তি আবিস্কার করেছেন । ওই পদ্ধতিকে ধরে সকল প্রকার ট্রিক্স গঠন করা হল এখন

মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

নিজের ইচ্ছামত বাড়িয়ে নিন Android মোবাইল এর Battery Backup

অনেকের android ব্যাটারি backup এর  নিয়ে সমস্যায় আছেন । অনেক টিউনে দেখলাম বিভিন্ন ফিচার বন্ধ রাখতে বলেন । তবে স্মার্ট ফোন ব্যবহারের লাভ কি ?

আমি আপনাদের ২ টি app দিব যা  দিয়ে ব্যাটারি backup অনেকখানি বাড়বে ।

১  cpu master pro

সমগ্র বাঙ্গালীর গর্ব “Khan Academy”

সবাইকে বিকেলের শুভ্র শুভেচ্ছা।আশা না,বিশ্বাস করি আপনারা সবাই ভালো আছেন।আজ আমি আপনাদের এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিব যাকে নিয়ে আজ আমরা বাঙ্গালীরা গর্বিত।যাকে নিয়ে এত কথা বলছি তাকে আপনারা অনেকেই চিনেন হয়ত বা। তার নাম সালমান খান।(কেউ আবার ভুলে ইন্ডিয়ান হিরো সাল্লু মামা থুক্কু সালমান খানকে ভেবে বসবেন না। :P )নিচের ছবিটি দেখলেই বুঝবেন আমি কোন সালমান খানের কথা বলছি।

আসুন  বাংলাদেশী বংশদ্ভুত , আমাদের গর্ব সালমান খান সম্পর্কে কিছু তথ্য জেনে রাখি।  

কম্পিউটার এর গতি বাড়ানোর সফটওয়্যার

এই ব্লগে এটাই আমার প্রথম লেখা। প্রথম পোস্টে আমি আপনাদের সাথে একটি সফটওয়্যার শেয়ার করবো। আপনারা সবাই জানেন যে উইন্ডোজ কম্পিউটার দীর্ঘ দিন ধরে চলতে চলতে স্লো হয়ে যায়। আমি এ পর্যন্ত অনেক গতি বাড়ানোর সফটওয়্যার ব্যবহার করে দেখি যার মধ্যে আমার সেরা মনে হয়েছে এটি।





সোমবার, ২২ এপ্রিল, ২০১৩

দেখে নিন প্রযুক্তির অনেকগুলো ছবি (১০০% ভাল লাগবে)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
(আজকের টিউনে শেখার কিছু নেই, কিন্তু দেখার আছে অনেক কিছু)
আমরা যারা কম্পিউটার/মোবাইল ব্যবহারকারী তারা জানি কম্পিউটার/মোবাইল আমাদের কত প্রয়োজন,  বর্তমানে কম্পিউটার অফিস আদালত থেকে শুরু করে ব্যাবসা প্রতিষ্ঠান কাজে এই কম্পিউটার-ব্যাবহার করা হচ্ছে, এবং কঠিনতর কাজ সহজ ভাবে করা যাচ্ছে এই  কম্পিউটার-এর মাধ্যমে। আর কত কি।
তাহলে চলুন এই কম্পিউটার/মোবাইল এর কিছু অদ্ভুত ছবি দেখে নিই ,
১.

২.

চলুন দেখে আসি প্রযুক্তির কিছু ছবি (না দেখলে মিস)চলুন দেখে আসি প্রযুক্তির কিছু ছবি

আজ আর কোন টিপস না  আজ  আমরা প্রযুক্তির কিছু  ছবি দেখব,
তাহলে চলুন প্রযুক্তির কিছু ছবি দেখে নিই
১. ব্রাউজারের প্রতীযোগীতা দেখি কে এগিয়ে যায়।

২. অন্ধকারে ব্যবহার করা যাবে কী-বোর্ড।

৩. ছেলে-মেয়ে, বাবা-মা সবাই একসাথে প্রযুক্তির তালে।

আবারও ফ্রী আনলিমিটেড ব্রাউজ ও ডাউনলোড করুন জিপি সিম দিয়ে আপনার অ্যান্ড্রয়েড ও সিম্বিয়ান ফোনে……

জিপি তাদের অফিসিয়াল Proxy & Port লক করে দেয়ায় প্রচলিত ফ্রী ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এতে অনেকেই চরম ভোগান্তিতে পড়েছে। কিন্তু অদম্য বাঙ্গালীকে কি দমিয়ে রাখা যায়। তাই চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই নতুন ফ্রী ইন্টারনেট ব্যবহারের পদ্ধতি।
আগেই বলে রাখি আমি এটা Android ও Symbian  ফোনে পরীক্ষা করে দেখেছি এবং এটা ১০০% কাজ করে।
অ্যান্ড্রয়েডঃ(ANDROID)
প্রথমে Menu থেকে Settings এ যান। Wireless & Network থেকে Mobile Networks এ যান এবং Access point Names এ গিয়ে  Option থেকে New Apn তৈরি করুন।




এইবার কম্পিউটারকে বানান আপনার personal লক করা ডাইরি। কেউ পড়তে পারবেনা আপনি ছাড়া

কি খবর বন্ধুরা কেমন আসেন সবাই।
চলে আসলাম নতুন আরেক সফটয়ার নিয়ে।
আমাদের অনেকের ডাইরে লিখার ইচ্ছা হয়। কিন্তু ভয় ও হয় যদি আমার পারসোনাল বেপার অন্য কেউ পড়ে ফেলে। আজ থেকে এইসব চিন্তা মাথা থেকে নামিয়ে ফেলুন কারন আপনাদের জন্য নিয়ে এনেছি  DIGITAL PROTECTED DAIRY ।হি হি হি নামটা আমিই দিসি।


কি খবর বন্ধুরা কেমন আসেন সবাই।
চলে আসলাম নতুন আরেক সফটয়ার নিয়ে।
আমাদের অনেকের ডাইরে লিখার ইচ্ছা হয়। কিন্তু ভয় ও হয় যদি আমার পারসোনাল বেপার অন্য কেউ পড়ে ফেলে। আজ থেকে এইসব চিন্তা মাথা থেকে নামিয়ে ফেলুন কারন আপনাদের জন্য নিয়ে এনেছি  DIGITAL PROTECTED DAIRY ।হি হি হি নামটা আমিই দিসি।

এই ডাইরিতে আপনি আপনার ইচ্ছেমত লিখতে পারেন তা আবার password দিয়ে রাখতে পারেন। তার মানে এই সফটয়ার দিয়ে আপনার সাথে সাথে  malty user  এই সফটয়ার use করতে পারবেন আলাদা আলাদা ID use করে।

এই সফটয়ার না চালিয়ে বুঝতে পারবেন না আপনি কি মিস করতেছেন।
ডাউনলোড লিন্ক   http://www.mediafire.com/view/?096im68x10vdutr

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৩

আপনার এন্ড্রয়েড ফোনের জন্য মেসি ও রোনালদো দুইজনের লাইভ ওয়ালপেপার

“আসসালামু আলাইকুম”
Lionel-messi-vs-Cristiano-ronaldo-2012-Total-goals-featured-300x187
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।
আমরা সবাই ফুটবল খেলা পছন্দ করি তারচেয়েও বেশি আমরা যাদেরকে পছন্দ করি ও খেলা দেখি তাদের মধ্যে মেসি ও রোনালদো অন্যতম। তারা সবসময় তাদের পায়ের জাদু দেখিএ যাচ্ছে।তাদের দুজন কে অনেক বড় প্রতিপক্ষ বলা হয় জার জন্য তাদের খেলা চলার সময় আমাদের আগ্রহ টা দল থেকে তাদের দুজনের উপরই বেশি থাকে যাই হোক আপনাদের সবার জন্য আজ এই দুই জাদুকর এর লাইভ ওয়ালপেপার নিয়ে আসলাম।আপনারা যারা এন্ড্রয়েড ফোন ইউস করেন তারা সবাই জানেন লাইভ ওয়ালপেপার কি আর এটা কেমন হয় তাই আর বিস্তারিত বলার দরকার দেখছি 


সোমবার, ১৫ এপ্রিল, ২০১৩

পরীক্ষাগারে তৈরি হল কিডনি

পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি কিডনি প্রাণীদেহে সফলভাবে প্রতিস্থাপনে সক্ষম হয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। এ কিডনিটি বর্তমানে স্বাভাবিকভাবেই কাজ করে যাচ্ছে। গবেষকেরা আশা করছেন, ভবিষ্যতে মানুষের ক্ষেত্রেও কৃত্রিম কিডনি ব্যবহার করা সম্ভব হতে পারে।
গবেষকেরা জানিয়েছেন, কিডনি তৈরির মতো একই প্রক্রিয়ায় দেহের অন্যান্য প্রত্যঙ্গ তৈরির ক্ষেত্রেও এরমধ্যে সাফল্য এসেছে। তবে কিডনি তৈরির বিষয়টিই ছিল সবচেয়ে জটিল। পরীক্ষাগারে এ জটিল কাজটি সফলভাবে সম্পন্ন করা গেছে।

আপনাকে যা করতে হবে তা হল ১ থেকে ৯ পর্যন্ত প্রতিটি সংখ্যা মাত্র ৩ বার ব্যবহার করে ফলাফল ৬ বানাতে হবে


আপনাকে যা করতে হবে তা হল ১ থেকে ৯ পর্যন্ত প্রতিটি সংখ্যা মাত্র ৩ বার ব্যবহার করে ফলাফল ৬ বানাতে হবে। অর্থাৎ,
1 ? 1? 1 = 6
প্রশ্নবোধক চিহ্নের জায়গায় (+, -, x, ÷, ইত্যাদি) বসাতে হবে। আসুন শুরু করি, সহজ দিয়ে শুরুঃ
2+2+2 = 6
দেখলেন কেমন সহজ। এবার বাকিগুলো চেষ্টা করুনঃ
1 ? 1? 1 = 6
3 ? 3? 3 = 6
4 ? 4? 4 = 6
5 ? 5? 5 = 6
6 ? 6? 6 = 6
7 ? 7? 7 = 6
8 ? 8? 8 = 6
9 ? 9? 9 = 6
ভয় পাবার কিছু নেই, বেশি কষ্ট হলে  নীচে উত্তর দেখে নিন


6+6 - 6 = 6
3x3 - 3 = 6
5÷5 + 5 = 6
-7÷7 + 7 = 6
√4+√4+√4 = 6
√9x√9 - √9 = 6
ঘন√8+ঘন√8+ঘন√8 = 6
(1+1+1)2 = 6
----------------------------------

37037 এমনি একটি সংখ্যা যাকে প্রথমে ১ থেকে ৯ এর মধ্যে যে কোন সংখ্যা দিয়ে গুন করে প্রাপ্ত ফলকে ৩ দিয়ে গুন করলে চূড়ান্ত ফলের ডিজিটগুলো সব একই হয়।

37037 এমনি একটি সংখ্যা যাকে প্রথমে ১ থেকে ৯ এর মধ্যে যে কোন সংখ্যা দিয়ে গুন করে প্রাপ্ত ফলকে ৩ দিয়ে গুন করলে চূড়ান্ত ফলের ডিজিটগুলো সব একই হয়।
যেমনঃ
[37037 x 4 = 148148]..... [148148 x 3 = 444444]

[37037 x 5 = 185185]..... [185185 x 3 = 555555]

মজার ব্যাপার না!
আর হ্যা, বলতে ভুলে গিয়েছিলাম - 111111111 কে 111111111 দিয়ে গুন করলে কি হয় জানেন তো। তাও বলে দিচ্ছি 12345678987654321

142857 এমনই একটা সংখ্যা যাকে আপনি ১ থেকে ৬ যা দিয়েই গুন করুন না কেন, এর অংকগুলো একই থাকে, শুধু জায়গা পরিবর্তন করে

142857 এমনই একটা সংখ্যা যাকে আপনি ১ থেকে ৬ যা দিয়েই গুন করুন না কেন, এর অংকগুলো একই থাকে, শুধু জায়গা পরিবর্তন করে


142857 x 1 = 142857

142857 x 2 = 285714

142857 x 3 = 428571

142857 x 4 = 571428
 
142857 x 4 = 714285

142857 x 6 = 857142

পিসি রিমোট Access বা হ্যাকিং এর জন্য একটি দারুন সফটওয়্যার Radmin 3.4 ফুল ভার্সন


আপনারা অনেকে রিমোট পিসি চালানোর জন্য Radmin ব্যাবহার করেন । এটি নিঃসন্দেহে একটি দারুন সফটওয়্যার । আজকে আপনাদের কাছে এর লেটেস্ট ফুল ভার্সন নিয়ে এলাম ।
Title : Radmin
Size: 7.94 MB
Type: PC Remote Control Software
Homepage : http://www.radmin.com

মানুষের মস্তিষ্ক জিপিএস সিষ্টেমের মত কাজ করে

123আমেরিকার প্রিন্সটন ইউনিভার্সিটির গবেষকেরা সম্প্রতি মানুষের আভ্যন্তরীণ ক্রিয়াকলাপের সাথে জিপিএস সিষ্টেমের মিল খুঁজে পেয়েছেন। তারা দেখেছেন যে মানব মস্তিষ্কের অবস্থান সনাক্তকারী স্নায়ু কোষ সমূহ (যাদেরকে গ্রিড সেল বলা হয়) সামষ্টিক ভাবে কাজ করে আমাদের চারপাশের বস্তুসমুহের অবস্থান নির্দেশ করে।

রবিবার, ১৪ এপ্রিল, ২০১৩

অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে বিমানের কম্পিউটার সিস্টেম হ্যাক

andr
অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন ব্যবহার করেই বিমানের কম্পিউটার সিস্টেম হ্যাক করা সম্ভব বলে জানিয়েছে জার্মানির প্রযুক্তি গবেষণাপ্রতিষ্ঠান এন-রানসের বিশেষজ্ঞ হুগো টেসো। সম্প্রতি তিনিনেদারল্যান্ডসের আমস্টারডামে অনুষ্ঠিত
‘হ্যাক ইন দ্য বক্স’ শীর্ষক নিরাপত্তা সম্মেলনে এ প্রক্রিয়াটি প্রদর্শন করেন। তিনি দাবি করেন, কিছু কোড ব্যবহার করে বিমানের চলাচল নিয়ন্ত্রণকারী ইউনিটসহ নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা অচল করে দেয়া সম্ভব। তার উপস্থাপিত


যে কোন ধরনের গান,ছবি অথবা নাটক ডাউনলোড করুন একটি সাইট থেকে

naturalbd.com এই সাইটে ঢুকে আপনি torrent অখবা Direct download করতে পারবেন খুব ভাল স্পিডে....


এটি মূলত Broadband connection এর জন্য
এই সাইট  টি তে ঢুকুন। তারপর  Torrent Download এ ক্লিক না করে  Direct Download এ ক্লিক করুন।




ইন্টারনেট স্পিড নিয়ে পরে রয়েছেন সেই আদিম যুগে? তাহলে আসুন বাড়িয়ে নিন আপনার মডেমের স্পিড। ১০০% Working

সম্প্রতি নকিয়া (বাংলাদেশ) লিঃ এ জয়েন করেছি এফআর হিসেবে। পেয়েতো আমি খুশিতে গদগদ। আমাকে আর পায় কে??
কিন্তু আশায় গুড়ে বালি! লাইন এত্ত এত্ত এত্ত স্লো! পিসির সাথে কানেক্ট করে ইন্টারনেট চালালে লাইন পাওয়াই যায় না। শুনে অবাক হবেন ১ ঘন্টায় আমি সর্বোচ্চ ইউজ করতে পেরেছি মাত্র ২৮.৬৬ মেগাবাইট। ধ্যাত!
কিন্তু আমি আবার নাছোড়বান্দা। কিছুতো একটা করতেই হবে। গুগল মামুর হেল্প নিলাম। পেয়ে গেলাম জব্বর একটা সফটওয়্যার। User রেটিং 4.5/5। কিন্তু তন্ন তন্ন করে কোথাও ডাউনলোড লিংক পেলাম না। কারন আসল ডেভেলপার সাইটেরই সার্ভার অফ। ভেগেছে কিনা কে জানে? তো, নেক্সট স্টেপ। আমিতো নাছোড়বান্দা! অবশেষে ঘেটে, ঘেমে খুঁজে পেলাম মডেম বুস্টার নামে একটা সফটওয়্যার। ডাউনলোড করলাম ইনষ্টল করলাম। বুষ্ট করলাম। আর যা রেজাল্ট পেলাম? এক কথায় দারুন!

শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

Model: Walton Primo D1

Model: Walton Primo D1 

ওয়ালটনের আর একটি নতুন  মোবাইল কম দামে...


 
 

মাত্র ৬ ঘন্টায় Google Adsense অ্যাকাউন্ট

বাংলাদেশে অনেকের মাঝে Google Adsense নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে। অনেকেই মনে করেন যে, বাংলাদেশ থেকে Google Adsense অ্যাকাউন্ট এর জন্য আবেদন করলে পাওয়া যায় না বা বাংলাদেশ থেকে Google Adsense দিয়ে আয় করা যায় না।
ভুল !
Google Adsense


IP দিয়ে খুঁজে বের করে ফেলুন পৃথিবীর যে কাউকে


IP - মানে ইন্টারনেট প্রটোকল।এটির সাহায্যে যে কারও অবস্থান সম্পর্কে জানা যায়।আপনাকে যে কেউ যেকোনভাবে ইন্টারনেট ডিস্টার্ব করতে পারে অথবা হুমকিও দিতে পারে।প্রতারণা ও করতে পারে ।এরই প্রেক্ষিতে আপনার জানার প্রয়োজন হতে পারে -সে কোথায় থাকে। আর তার অবস্থান বের করা এখন আপনার জন্য আর কোন ব্যাপারই না। নিচের পদ্ধতি অনুসরণ করলে আপনি তার বাড়ির দরজা পর্যন্ত গিয়ে হাজির হতে পারবেন।এটা একটি আত্মরক্ষামূলক পোস্ট- হ্যাকিং পোস্ট নয়। 

শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৩

বাংলাদেশের ইতিহাস নিয়ে কুইজ অ্যাপ্লিকেশন

বাংলাদেশের ইতিহাস ও সাহিত্য নিয়ে ‘ডিসকভার বাংলাদেশ কুইজ’ নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করেছে তরুণ অ্যাপ্লিকেশন নির্মাতাদের দল পাওয়ার গ্রুপ বিডি। বিনামূল্যের এ অ্যাপ্লিকেশনটি ইতিহাস ও সাহিত্য নিয়ে কুইজ গেম খেলার অভিজ্ঞতা দেবে।

গেম নির্মাতা দলটির সদস্যদের ভাষ্য, এই অ্যাপলিকেশনটির মাধ্যমে মানুষের ইতিহাস এবং সাহিত্য সম্পর্কে জানার আগ্রহ বাড়বে ।

প্রসঙ্গত, এর আগে ‘বাংলাদেশ’ ও ‘আমার বাংলা ভাষা’ নামে দুটি বিনামূল্যের অ্যাপ্লিকেশন তৈরি করেছে পাওয়ার গ্রুপ বিডি।

‘ডিসকভার বাংলাদেশ’ নামের অ্যাপ্লিকেশনটি ডাউনলোডের লিংক https://play.google.com/store/apps/details?id=com.powergroupbd.banglaquiz

মাইক্রোসফটের অফিস অ্যান্ড্রয়েডে?

গুগলের অ্যান্ড্রয়েড ও অ্যাপলের আইওএসের জন্য অফিস সফটওয়্যারটি উন্মুক্ত করতে পারে মাইক্রোসফট। উইন্ডোজের পাশাপাশি অন্যান্য অপারেটিং সিস্টেমের উপযোগী করে অফিস সফটওয়্যারটিকে ঢেলে সাজাচ্ছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে সিনেট।
গবেষকেরা ধারণা করছেন ২০১৪ সাল নাগাদ অফিস সফটওয়্যারটি অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের অ্যাপ্লিকেশন আকারে আনবে মাইক্রোসফট।

এ সময়ের আলোচিত আট স্মার্টফোন

প্রযুক্তি-বিশ্লেষকেরা চলতি বছরকে স্মার্টফোনের বছর হিসেবে উল্লেখ করেছেন। সাম্প্রতিক সময়ে বাজারে আলোচনায় রয়েছে অ্যাপল, স্যামসাং, সনি, এলজি, এইচটিসি, নকিয়া, জেডটিই ও ব্ল্যাকবেরির তৈরি আটটি স্মার্টফোন। স্মার্টফোনের অভিজ্ঞতা দিতে অসাধারণ ফিচার আর দ্রুতগতির শক্তিশালী ফোন হিসেবে বাজারে আলোচিত আট স্মার্টফোনের তালিকা তৈরি করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট।



 
আইফোন ৫
দুই বছর ধরে চলে আসা বিভিন্ন গুজব আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০১২ সালের ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ইয়ারবা বুয়েনা সেন্টার ফর দ্য আর্টসে আয়োজিত এক অনুষ্ঠানে হালকা-পাতলা গড়নের ও ফোরজি প্রযুক্তির ‘আইফোন ৫’-এর ঘোষণা দিয়েছিল অ্যাপল। সারা বিশ্ব তাকিয়ে ছিল অ্যাপলের এ স্মার্টফোনটির দিকে। বাজারে আসার পর এ স্মার্টফোনটি সাড়া ফেলে। কাচ ও অ্যালুমিনিয়ামের কাঠামোয় তৈরি আইফোন ৫-এর রেটিনা ডিসপ্লের মাপ চার ইঞ্চি। ১১২ গ্রাম ওজন আর ৭ দশমিক ৬৬ মিলিমিটার পুরুত্বের আইফোন ৫-এ ব্যবহূত হয়েছে ডুয়াল কোরের প্রসেসর।

ফেসবুক সৃষ্টির ইতিহাস ও অনেক অজানা তথ্য

ফেসবুক ডট কম। কে না চিনে? যে ফেসবুক চিনে না সে কোনদিন এই লেখা পর্যন্ত পৌঁছাতে পারবেনা বলে আমার ধারনা।
যাই হোক, ফেসবুক হলো সোশিয়াল নেটওয়ার্ক জায়ান্ট। নয় গুগল পেজ র‍্যাঙ্ক নিয়ে এলেক্সা ডট কমের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের ২য় বৃহত্তম সাইট। মাঝ খান দিয়ে একবার অনেক দিন বিশ্বের এক নাম্বার সাইট ছিলো।
ফেসবুক প্রথম পাতা 

ব্লক করা ওয়েব সাইট (যেমন: ইউটিউব, আমারদেশ ইত্যাদি) দেখুন আরামচে, ১০০০% নিশ্চিত!

ব্লক করা ওয়েব সাইট যেমন ইউটিউব, আমারদেশ ইত্যাদি ভিজিট করুন আরামচে, ১০০% নিশ্চিত!
ইরান, চায়না সহ যেসব দেশের সরকার শত শত বিদেশী ওয়েব সাইট ব্লক করে রেখেছে সেইসব দেশের ব্লগারদের জন্য আমেরিকার সিআইএ 'র একটি বিশেষ প্রজেক্টের অধীনে তৈরি হয় ক্ষুদ্র (১.৮ মেগা বাইট) কিন্তু ১০০% নিশ্চিত ভাবে এই আইপি বাইপাস সপ্টঅয়্যারটি। আর এর নাম হলো আল্ট্রাসার্ফ (ultrasurf) .
সাথে বাড়তি পাবেন:
---------------------
১. আইপি এড্রেস হাইড
২. Location Hide
৩. IDM support for Youtube download
চলুন দেখি কিভাবে useকরব:

পহেলা বৈশাখ কে স্বাগত জানান দারুন কিছু চোখ ধাঁধানো Wallpaper দিয়ে আর তাক লাগিয়ে দিন আপনার কাছের মানুষকে!

“আসসালামু আলাইকুম”
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।



সংগ্রহে রাখুন বাংলাদেশ এর সকল সরকারী ওয়েব সাইট এর ঠিকানা (সবার কাজে লাগবে)

আজ আপনাদের সাথে কিছু ওয়েব সাইট নিয়ে কথা বলব কারন এই ওয়েবসাইট গুলো যেকুন সময় যে কারো দরকার হতে পারে ।এখন  আপনাদের কাছে বাংলাদেশ এর সকল সরকারী ওয়েব সাইট এর লিংক শেয়ার করব। আমরা বিভিন্ন কাজে , বিভিন্ন কিছু করতে ,বিভিন্ন কাগজ পত্র এর মাধ্যমে বিভিন্ন ব্যবসা বা কাজ করার জন্য অনুমোদন প্রয়োজন, বিভিন্ন ইনফর্মেশন, ইত্যাদি কাজ করার জন্য এই ওয়েব সাইট মোটা মোটি সকল তথ্য দেওয়া আছে ।
না থাকলে এই ওয়েব সাইট এ তাদের সাথে যোগাযোগ করার জন্য বাবস্থা আছে ।আসলে সব  সময় নিজে কোন সমস্যার কারনে সরাসরি না যেতে পারলে এই পদ্ধতিটা আপনার কাজে লাগবে বলেই আমার মনে হয়।আপনারা লিঙ্কে গিয়ে সরাসরি যেতে পারবেন আপনার দরকারি ওয়েবসাইটে। তো চলুন দেখে নিই ওয়েবসাইট গুলো

বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৩

ফোনের মডেমের গতি বাড়িয়ে নিন

অনেকেই মুঠোফোনকে কম্পিউটারের মডেম হিসেবে ব্যবহার করে থাকেন। এতে ইন্টারনেট কিছুটা ধীরগতির হয়ে যায়, সে ক্ষেত্রে কিছু সেটিংস পরিবর্তন করে গতি অনেকটাই বাড়িয়ে নেওয়া যায়।
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য প্রথমে কম্পিউটারের সঙ্গে আপনার মুঠোফোনটির সংযোগ করুন। সংযোগ দেওয়া হয়ে গেলে এবার সংযোগ বিচ্ছিন্ন করে নিন। এতে আপনার ফোনের সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে।

আগামী প্রজন্মের তথ্য স্থানান্তর প্রযুক্তি ‘থান্ডারবোল্ট’

ইন্টেল আগামী প্রজন্মের জন্য তথ্য আদান-প্রদানের এক নতুন প্রযুক্তির ঘোষণা দিয়েছে। প্রযুক্তিটির নাম ‘থান্ডারবোল্ট ইন্টারফেস’। এর অন্যতম প্রধান সুবিধা হলো, এটি ডেটা বা তথ্য আদান-প্রদানে অনেক গতিশীল হবে।

গুগলের গিগাবিট গতির ব্রডব্যান্ড

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের গিগাবিট গতির সেবা চালু হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস, অস্টিন, ক্যানসাস, মিসৌরিতে সম্প্রতি উচ্চগতির এ ইন্টারনেট সেবা চালু হয়েছে। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ গতির ইন্টারনেটের মাধ্যমে এ অঞ্চলের ব্যবহারকারীরা ইন্টারনেট টিভি দেখা থেকে শুরু করে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা পাবে বলে মনে করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি স্থানে এ সুবিধা চালু হলেও আগামী বছরের মাঝামাঝি পূর্ণাঙ্গভাবে এ সেবা চালু হবে বলে জানিয়েছে গুগল।

ওয়াইফাই দিয়ে আপনার এ্যান্ড্রোয়েড ফোন এ দ্রুত ফাইল ট্রান্সফার, কল বা চ্যাট সবই করুন ফ্রীতে…!!!

আজ আমি আপনাদেরকে একটি এ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দিব, যার মাধ্যমে দুই বা ততোধিক
এন্ড্রোয়েড ফোনের মধ্যে ওয়াইফাই এর মাধ্যমে ফোন-ফোন দ্রুতগতিতে ফাইল ট্রান্সফার, ফ্রি কল,
চ্যাট ইত্যাদি খুব সহজেই করা যায়। একটু বুঝতে পারলেই হবে...
প্রথমে এই সফটয়্যারটি নামিয়ে যেসব ফোনের মধ্যে ট্রান্সফার করবেন, বা চ্যাট/কল করবেন সেগুলোতে ইন্সটল দিন।

বুধবার, ১০ এপ্রিল, ২০১৩

আপনার ডেস্কটপে পানি ঢেলে দিন

হ্যালো বন্ধুরা,সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালোই আছেন।
আমি এই পোস্টটা ২মাস আগেই দিতাম,কিন্তু অলসতার জন্য দিতে পারিনি।
যায় হোক এখন দিচ্ছি...
নিচের স্ক্রিনশট ২টি দেখুন।।

1~1.JPG


2~1.JPG

কি কেমন লাগলো?

আপনার হার্ডডিস্ক এর drive icon পরিবর্তন করুন

আপনার হার্ড ডিস্ক এর drive icon পরিবর্তন করা। প্রথমে আপনাকে  নিচে লিঙ্ক এ software download করতে হবে ।


বাংলাদেশের সকল সংবাদ পত্রের ওয়েব সাইট

















১০
১১
১২








১৩
১৪
১৫
১৬








১৭
১৮
১৯
২০








২১
২২
২৩
২৪








২৫
২৬
২৭
২৮








২৯
৩০
৩১
৩২








৩৩
৩৪
৩৫
৩৬








৩৭
৩৮
৩৯
৪০








৪১
৪২
৪৩
৪৪








৪৫
৪৬
৪৭
৪৮








৪৯
৫০
৫১
৫২








৫৩
৫৪
৫৫
৫৬








৫৭
৫৮
৫৯
৬০
ভালো লাগলে কমেন্ট দিয়েন ।

নিয়ে নিন kaspersky mobile security ফ্রী তে

নাম শুনে বুঝতেই পারছেন পোস্ট কিসের উপর হবে।Antivirus আমাদের সবার পরিচিত একটা নাম।আজ আপনাদের কাছে নিয়ে আসলাম Android os সব চেয়ে ভাল একটি Antivirus।


গুগল গ্লাস Google Glass এর যাদু

প্রযুক্তি জগতে এ মুহুর্তে সবচেয়ে রহস্যময় পণ্য হিসেবে আলোচিত গুগল গ্লাস। ধারণা করা হচ্ছে সার্চ জায়ান্ট গুগল বছরের শেষভাগে বাজারে আনতে যাওয়া এ স্মার্ট গ্লাস হয়তো আগামী দিনের স্মার্টফোনের ধারণাকেই বদলে দিবে।

নামে গ্লাস হলেও সাধারণ চশমার মতো এতে নেই কোনো সে মাপের দৃশ্যমান গ্লাস। শুধুমাত্র চশমার আকৃতি ফ্রেমের উপর পুচকে ডিসপ্লের একটি কম্পিউটার বললেও খুব একটা ভুল হবে না। অ্যান্ড্রয়েড চালিত এ গ্লাসে তারবিহীন ইন্টারনেট এবং স্মার্টফোনের সাথে সংযোগ স্থাপনের মতো সুযোগও রয়েছে।


মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৩

ইন্টারনেটের স্পিড বাড়ান 100000000% কাজ করবে

 স্পিড বাড়াতে নিচের টিপসটি অনুসরন করুন......


 বাংলাদেশের ইন্টারনেটের স্পিড সমস্যার সমাধান এছাড়া সম্ভব নয়। অনুসরন করে বাড়িয়ে দিন আপনার ইন্টারনেট স্পিড.........

সিম্বিয়ান ফোন হ্যাক করার জন্য প্রয়োজনীয় installserver.exe

আসুন দেখে নিই কোন ফোনের অপারেটিং সিস্টেম কোন ধরনের....

Symbian OS 9.1--- এর মধ্যে রয়েছে

Nokia N77
Nokia E61i
Nokia E65
Nokia N93i

বেয়ার গ্রিলস বিষয়ে কিছু তথ্য .....


পুরো নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস । জন্ম ৭ই জুন , ১৯৭৪
সালে ,যুক্তরাজ্যে । বাবা মা উভয়েই ছিলেন রাজনীতিবিদ ।

Autorun বন্ধ করুন সফটওয়্যারের ছাড়া…

Autorun বন্ধ করুন সফটওয়্যারের সাহায্য ছাড়া । ।
পদ্ধিতি টা অনেকেই জানেন, , পোস্ট টি তাই নতুন দের জন্য।।
Autorun বন্ধ করতে প্রথমে আপনাকে strat হতে run ক্লিক করতে হবে।।
অথাবা windows key+ R এক সাথে চাপলে run ওপেন হয়ে যাবে।।
1 step
এখন run এ gpedit.msc লিখুন ও enter চাপুন।।

বাংলাদেশের প্রথম নাম খোঁজার ওয়েবসাইট www.babyNEA.com

বাংলাদেশের প্রথম নাম খোঁজার ওয়েবসাইট http://www.babyNEA .com
এবার বাংলা অর্থসহ বাচচাদের নাম খোঁজার ওয়েবসাইট http://www.babyNEA .com বাংলাদেশের প্রথম নাম খোঁজার ওয়েবসাইট http://www.babyNEA.com (ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট বেবি এন ই এ ডট কম) উদ্বোধন হল নতুন বাংলা বছর পহেলা বৈশাখ ১৪২০ কে সামনে রেখে। এটি বাংলাদেশের নিজস্ব নাম সার্চ সাইট।

স্বয়ংক্রিয় ভাবে ব্লগের লেখা facebook page এ শেয়ার করুন ।

যারা ব্লগে লেখা লেখি করেন তাদের ফেসবুক পেজ এ তারা সেটি শেয়ার করেন । তাদের কে আবার লেখতে হয় ও লিঙ্ক দিতে হয় । এতে অনেকটা সময় নষ্ট হয় । তাই যদি স্বয়ংক্রিয় ভাবে লেখা শেয়ার করতে চান তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করতে পারেন । এর মাধ্যমে আপনার ব্লগ এর লেখা fb page এ স্বয়ংক্রিয় ভাবে শেয়ার হয়ে যাবে ।  ফেসবুকের একটি অ্যাপলিকেশনের সাহায্যে ব্লগের লেখা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে শেয়ার করা যাবে ।

 পদ্ধতিঃ



এখন সফটওয়্যার ছাড়াই ব্যবহার করুন স্কাইপি ! (কেও মিস করবেন না!)

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।
অনলাইনে প্রিয়জনদের সাথে চ্যাট করতে আমরা অনেকেই পছন্দ করি টেক্সট চ্যাট,ভিডিও চ্যাট,ভয়েস চ্যাট-চ্যাটের রয়েছে ইত্যাদি নানা ধরন।ভিডিও এবং ভয়েস চ্যাটের জন্য জনপ্রিয় মাধ্যম হলো স্কাইপি ।চ্যাটপ্রেমীদের কাছে স্কাইপির জনপ্রিয়তা তুমুল।

USB Disk Security(সিরিয়াল কী সহ) [অটোরান ভাইরাস কে না বলুন]

195990_large1আমরা সবাই কম বেশী মেমোরি বা পেন ড্রাইভ দ্বারা গান কিংবা অন্য কিছু আনা নেওয়া করি কিন্ত জানিনা এর মধ্যে কোন প্রকার ভাইরাস আছে কিনা আমাদের পরিচিত ভাইরাস গুলোর মধ্যে autoran ভাইরাস অন্যতম।তাই একে নির্মূল করার জন্য এই সফটওয়্যার যার যার লাগবে নিয়ে নিন।আর দেখুন আপনি একে আগে ব্যবহার করেছেন কি না।

সোমবার, ৮ এপ্রিল, ২০১৩

Candy Zuma,এন্ড্রোয়েড গেমস ফুল ভার্সন + আপডেটেড!!

Candy Zuma,এন্ড্রোয়েড গেমস ফুল ভার্সন + আপডেটেড!!

বিছমিল্লাহীর রাহমানির রাহীম
 আচ্ছালামু আলাইকুম,
এই জুমা,গেমসটি একদম সহজ এবং সরল গেমস বলতে পারেন, এবং বাচ্ছাদের প্রিয় থেকে প্রিয় একটি গেমস, এতে সময়ের কোন কাল ক্ষেপণ নেই। শুধু সুট করার জন্য আসা বলটির কালারের সাথে ম্যাচিং করা লাইনের বল গুলোকে হিট করতে পারলেই পয়েন্ট, এ ভাবে এর প্রতিটি ধাপ খেলে যেতে পারেন, কোন সমস্যা চাড়াই, গেমসটির কোয়ালিটি থ্রী-ডির মত এবং নিখুত।



এন্ড্রোয়েড লাইভ ওয়াল পেপার, অসাধারন এবং মন ছুঁয়ে যাওয়ার মত!!

কেমন আছেন সবাই?
আজকে আপনাদের জন্য উপহার নিয়ে আসলাম, আপনার এন্ড্রোয়েড ডিভাইসের জন্য খুব সুন্দর এবং মনকাড়া আকর্ষণীয় একটি লাইভ ওয়ালপেপার, যাতে পাবেন বাতাসের রিমিঝিমি সুর এবং শুকনো পাতার নড়াচড়ার শব্দ, এবং এই ওয়াল পেপার টির যে কোন অংশে চুলে পাবেন বাস্তবের মিল, যেমন করে কোন লতা পাতাকে পানিতে ভেজালে যেমন অনুভুতি হয় ঠিক তেমনি,
আমার প্রথম এবং পছন্দের একটি ওয়াল পেপার এটি তাই আপনাদের জন্য ও শেয়ার করলাম আশা করি আপনাদের ও ভাল লাগবে।

ওয়াল পেপার টি ডাউনলোড করতে এখানে প্রেস করুন [ সাইজ ১.৮ এমবি ]
আশা করি এন্ড্রোয়েড সকল ভার্সনে সমর্থন করবে।

Google goggles ।। একটা অসাধারণ android অ্যাপ্লিকেশান

Google goggles ।। একটা অসাধারণ android অ্যাপ্লিকেশান।


আসসালামু আলাইকুম,
আজকে আপনাদের সাথে একটা android অ্যাপ্লিকেশান শেয়ার করব ।

google goggles:

এটা একটা জনপ্রিয় অ্যাপ্লিকেশান । এটার সাহায্যে আপনি ক্যামেরার মাধ্যমে কোন জিনিস খুঁজতে পারবেন । আপনি যে জিনিস এর ছবি তুলবেন সেই ছবি এর বর্ণনা চলে আসবে । এটার মাধ্যমে আপনি কোনও অজানা জিনিস , লেখা, এমনকি QR barcode ও স্ক্যান করতে পারবেন । কোনও লিঙ্ক বা URL ও স্ক্যান করতে পারবেন । বিভিন্ন ভাষা ও আপনি এর মাধ্যমে স্ক্যান করতে পারবেন । কথার কথা আপনি একটা ইংরেজি বা অন্য কোনও ভাষার শব্দ এর মানে জানেন না । আপনি যদি এই অ্যাপ্লিকেশান দ্বারা স্ক্যান করেন তাহলে এর মানে সহ সকল ডাটা চলে আসবে । আপনি কার চেহারা স্ক্যান করতে পারেন । আপনি বিশিষ্ট বাক্তির ছবি স্ক্যান করেন তাহলে তার বর্ণনা চলে আসবে । আমি এসব নিজে পরীক্ষা করে দেখেছি । এই অ্যাপ্লিকেশান এর গড় rating 4.2 ।
__________________________________________________

ডাউনলোড লিঙ্কঃ   http://goo.gl/Pviop

কাজ ও ব্যবহারঃ

আপনি এটা দিয়ে যে কোনও কিছু স্ক্যান করতে পারেন । সেটার বর্ণনা চলে আসবে ।
183933-google-goggles-3_original

আপনি যদি কোনও বিখ্যাত স্থাপনা বা বাড়ি বা জায়গা স্ক্যান করেন তাহলেও রেজাল্ট পাবেন।
google-goggles-image-match

কোনও পাজ্জল ও স্ক্যান করে রেজাল্ট পাওয়া যায় । যেমন sudoko  । এর সমাধান ও চলে আসে ।
googlegogglessudukoxyxzy

সময় স্বল্পতার কারনে আর উদাহরণ দিলাম না । মোটকথা আপনি প্রায় সবই স্ক্যান করতে পারবেন ।
________________________________________________________________
এটা আমার android নিয়ে প্রথম পোস্ট । ডাউনলোড করা নিয়ে কোনও সমস্যা হলে অবশ্যই জানাবেন । বানান ভুল থাকলে ক্ষমার চোখে দেখবেন ( ক্ষমা মহৎ গুণ)

Windows 8 এর স্টার্ট মেনু Windows 7 এর মত করে নিন

যারা শুধুমাত্র স্টার্ট মেনুর জন্য Windows 8 ব্যাবহার করতে চান না তাদের জন্য আমার এই পোস্ট। Windows 8 এর অন্যতম পরিবর্তন গুলোর একটি হচ্ছে স্টার্ট মেনু। কিন্তু আমরা অনেকেই নতুন এই ফিচারটিতে অভ্যস্থ নই বিধায় Windows 8 ব্যাবহার করতে চাইনা। আমার এই পোস্ট এ আমি দেখাব কি করে Windows 7 এর মত স্টার্ট মেনু  Windows 8 এ ব্যাবহার করা যায়। আপনি দুইভাবেই স্টার্ট মেনু ব্যাবহার করতে পারবেন। বেশি কথা না বলে আসুন দেখি কি করে Windows 8 এর স্টার্ট মেনু Windows 7 এর মত করবেন।
1


ওয়াই-ফাই কে ডিঙিয়ে ‘লাই-ফাই’ ইন্টারনেট চলবে এখন লাইটের আলোর থেকে

সম্প্রতি জার্মানির গবেষকেরা দ্রুত গতিতে তথ্য স্থানান্তরের নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। তাঁদের দাবি, ‘লাই-ফাই’ নামের তথ্য স্থানান্তর পদ্ধতিতে বর্তমানের ওয়াই-ফাইয়ের তুলনায় শত গুণ দ্রুত গতিতে তথ্য স্থানান্তর করা সম্ভব। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।
বার্লিনের ফ্রানহফার ইনস্টিটিউটের গবেষকেরা জানিয়েছেন, লাইট এমিটিং ডায়োড বা এলইডি ব্যবহার করে প্রতি সেকেন্ডে তাঁরা ৮০০ মেগাবিট গতিতে তথ্য স্থানান্তর করতে সক্ষম হয়েছেন।


Samsung Galaxy S III ও iPhone 5 এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

জরিপের বিষয়টি ছিলঃ Samsung Galaxy S III vs iPhone 5: আপনার পছন্দ কোনটা?

  • জরিপটি বিগত ১লা মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত স্থায়ী ছিল।

জরিপের ফলাফলঃ

  • জরিপটিতে মোট ৮৬১ জন ভোটার অংশগ্রহণ করেন।


সিম্বিয়ান মোবাইল হ্যাক করুন সবচেয়ে সহজে

যারা হ্যাক করতে পারেন্‌না তারা যে কতটা অসহায় তা আমি বুঝি। কিন্তু একবার হ্যাক করে শিখলে দেখবেন তা কতটা সোজা। তখন এর কারো হেলপ লাগবে না।
zip ফাইলটা আগে Download করে নিন এবং নিচের ধাপ গুলো অনুসরণ করুন.......


এবার একসাথে ব্যাবহার করুন সব গুলি মুড সফ্ট! তাও আবার প্রক্সি ছাড়া।


সকলকে শুভেচ্ছা! আশা করি সকলে ভালোই আছেন! ভালো থাকারি কথা, Shadhin Planet এর সাথে থাকলে সবাই ভাল থাকে।
যাহোক, আর বুলি ফুটাব না। কাজের কথায় আসি।

আজকে আমি আপনাদের অনেক গুলি মুড করা সফ্ট দিবো। যা আপনারা একসাথে চালাতে পারবেন। এগুলো সব ফ্রী নেট এর জন্ন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এতে কি কি সফ্ত আছে।

PD-proxy দিয়ে নেট Use করুন আপনার band with limit শেষ যাওয়ার পরেও

উপরের হেডলাইন দেখে বুঝতে পেরেছেন যে আমরা কি করতে ছলেছি!
আগেই বলে রাখি আমি ভাই টেকটিউনে নতুন শবে মাত্র কালকে join করেছি। আমার নাম মহাম্মাদ মহিউদ্দিন
টেকটিউন এর নিয়ম কানুন তেমন কিছু আয়ত্ত করতে পারিনি তাই কোন ভুল করে থাকলে ক্ষমা করে দিবেন।
জাক আর কথা না বারিয়ে আসল কাজের দিখে হাত বাড়াই।
আমরা pd-proxy দিয়ে ফ্রীতে নেট ব্যাবহার করি তবে তা ১০০mb অতিক্রম করলে আর ব্যাবহার করা যায়না। আমি আপনাদের বলব ১০০mb অতিক্রম করার পরেও কিভাবে নেট চালাবেন।
এই কাজটা ৩ ভাবে করাযায়...............।

Facebook Timeline এর জন্য Cover Photo ডাউনলোডের ১০ টি ওয়েবসাইট

আমরা সবাই ফেসবুক ব্যবহার করি। আর বর্তমানে সবার ফেসবুক অ্যাকাউন্টেই টাইমলাইন বাধ্যতামূলক করা হয়েছে। টাইমলাইনের সবার উপরে যে ছবিটা থাকে, তার নাম Cover Photo. এই কভার ফটো একজন মানুষের রুচি ও ব্যক্তিত্ব প্রকাশ করে। তাই আপনার জন্য দরকার একটা সুন্দর ও মানানসই কভার ফটো।
নিচে আমি কভার ফটো ডাউনলোড করার ১০ টি ওয়েবসাইটের ঠিকানা দিলাম। এসব ওয়েবসাইট খুবই জনপ্রিয়। কারণ, এগুলোতে প্রতিদিন ফেসবুক ব্যবহারকারীরা খুঁজে বেড়ায় তাদের কাঙ্ক্ষিত কভার ফটো। বিভিন্ন ক্যাটাগরির হাজার হাজার কভার ফটো আছে এসব ওয়েবসাইটে, যা প্রতিদিনই নতুন করে আপডেট করা হচ্ছে। এসব কভার ফটো আপনি আপনার টাইমলাইনে, গ্রুপে বা পেইজে ব্যবহার করতে পারেন।

এন্ড্রয়েডের জন্য নতুন ইন্টারফেস নিয়ে এলো ফেসবুক

screen-shot-2013-04-04-at-1-10-44-pm
ফেসবুক একটি নতুন এড নিয়ে এসেছে এন্ড্রয়েড ফোনের জন্য। এটির নামকরণ করা হয়েছে "ফেসবুক হোম",ফেসবুক এর সিইও মার্ক জাকারবার্গ এই তথ্য এবং এর প্রক্রিয়া প্রকাশ করেন। জাকারবার্গ বলেন- তুমি তোমার এন্ড্রয়েড ফোনকে দারুন একটি সামাজিক ডিভাইসে পরিনত করতে যাচ্ছ। আমাদের ফোনগুলো এপ্স দিয়ে সাজানো থাকবে,আমরা এসকল এপ্স দিয়ে চারপাশের সবার সাথে মজা করতে চাই।।

Android VPN service এ DroidVPN হতে পারে VPN সমাধান!

ইন্টারনেটে অনেক ধরণের সেবা প্রতিষ্ঠান Android VPN Service সেবা দিয়ে থাকেন। কিন্তু তাদের গুটি কয়েক ভাল সেবা দেয়। আর স্মার্ট ফোনের ক্ষেত্রে DroidVPN অন্যতম VPN সেবা দানকারী। DroidVPN দিয়ে আপনি নিরাপদে যেকোন ব্লক করা সাইটে ভিজিট করতে পারবেন। আমাদের দেশে ইউটিউব ও অন্যান্য যে সব সাইট ব্রাউজ করতে পারি না। DroidVPN দিয়ে অনায়াশে এসব সাইটে ব্রাউজ করা যাবে। এর সাহায্যে আপনি প্রতিদিন ১০০ এমবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কোন প্রকার টাকা ছাড়া।এছাড়া এই ফ্রি মেম্বাররা তাদের কয়েকটি সার্ভার ব্যবহার করতে পারবেন।

রুট/আনরুট করুন আপনার গ্যালাক্সি Y + Y duos একদম সহজ ভাবে

রুট/আনরুট করুন আপনার গ্যালাক্সি Y + Y duos একদম সহজ ভাবে ।।


    ♣    সতর্কতা :

  • আপনার মোবাইলে কম পক্ষে ৪৫% চার্জ রাখবেন ।
  • আপনার ডাটা বেকআপ করে রাখুন যেমন (Contact,Message etc)
  • রুট করলে আপনি ওয়ারেন্টি হারাবেন ।

  •  কোন প্রকার ক্ষয়ক্ষতির জন্য লেখক দায়ি থাকবেনা

♠ রুট করার সুবিধা :

        → মোবাইল এর পারফরমান্স বাড়ানো যাবে  ।
        → ইচ্ছে মত অ্যাপস ইনেস্টল করতে পারবেন ।
        →ব্যাটারি ব্যাকআপ বাড়বে । (প্রসেসর ডাউনক্লোক করার মাধ্যমে ) ।
        →আপনার ইন্টারনাল মেমোরি ইচ্ছে মত বাড়ানো যাবে( link 2 Sd) এর মাধ্যমে ।

এবার আপনিও পারবেন আপনার এ্যান্ড্রয়েড ফোন দিয়ে উইন্ডোজ ৭ বা ৮ এ ইন্টারনেট ব্যবহার করতে । ১০০০০% নিশ্চয়তা ।

এবার আপনিও পারবেন আপনার এ্যান্ড্রয়েড ফোন দিয়ে উইন্ডোজ ৭ বা ৮ এ ইন্টারনেট ব্যবহার করতে । ১০০০০% নিশ্চয়তা ।


বিষয়বস্তুঃ
কিভাবে আপনি আপনার প্রিয় এ্যান্ড্রয়েড ফোনটিকে ব্যবহার  করে কোন প্রকার মডেম ছাড়া আপনার উইন্ডোজ ৭ বা ৮ এ ইন্টারনেট ব্যবহার করতে পারেন।
আমি hTC Sensation 4G এই এ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করছি । অনেক দিন ধরেই চেষ্টা করছি কিভাবে এই সেট থেকে আমার পিসি তে নেট ব্যবহার করবো ।
অনেক ঘাটাঘাটি করার পর অবশেষে গতকাল সফল হয়েছি । তাই যারা আমার মত এই প্রবলেমটি ফেস করছেন তারা এই টিউনটি দেখতে পারেন ।
আপনি আপনার যেকোনো ব্র্যান্ডের এ্যান্ড্রয়েড ফোনের জন্য এই পদ্ধতিটি অনুসরণ করলে আশা করছি সফল হবেন । এবার কাজের কথায় আসি......
যা যা দরকার হবেঃ

বাংলাদেশের টিপস ওয়েব সাইট


নিচের সাইট গুলোতে রেজিট্রেশন করে জানুন নতুন টিপস 


http://bengaliwep.wapka.mobi
 
wapbdsoft.jw.lt

ajit37world.wapka.mobi

ebiz.tk


উইন্ডোজ ৮ এর APPS গুলো অটোম্যাটিক আপডেট বন্ধ করুন


উইন্ডোজ এর APPS গুলো অটোম্যাটিক আপডেট হয় WINDOWS STORE থেকে। এটা বন্ধ করতে পারলেই আর কাটবে না ইন্টারনেট! আর এটা বন্ধ করার উপায় হলঃ
Press WINDOWS BUTTON+R > Type gpedit.msc > Hit Enter > Local Group Policy Editor > Computer Configuration > Administrative Templates > Windows Components > Store > Turn Off Automatic Downloads of Updates. Double click করুন এটার উপরে। এবার Enable করুন আর Apply করুন

উইন্ডোজ ৮ এ ইন্সটল করুন 3.5


নিচের ধাপ গুলো অনুসরন করুন.
.net fame ware 3.5


dism.exe /online /enable-feature /featurename:NetFx3 /All /Source:F:\sources\sxs /LimitAccess
এটাতে কাজ না হলে নিচের টি ব্যবহার করতে পারবেন ..


dism /online /enable-feature /featurename:NetFx3 /All /Source:D:\sources\sxs /LimitAccess