২০০০ সালে সর্বপ্রথম গ্রিডসেলের সন্ধান পাওয়া যায় পশুপাখির মস্তিষ্কে। এই স্নায়ু কোষ গুলো বৈদ্যুতিক ভাবে সক্রিয় থাকে যখন জীব জন্তুরা চলাফেরা করে। প্রফেসর ডেবিট ট্যাঙ্ক এবং হেনরি এল হিলম্যান বলেন যে ‘গ্রিডসেল সমূহ চার পাশের স্থানের প্রতিলিপি গঠন করে’। অর্থাৎ চারপাশের স্থানকে কমপিউটারের মনিটরের পিক্সেল গুলোর মত ছোট ছোট অংশে ভাগ করে এবং ক্রমানুযায়ী প্রতিটি ক্ষুদ্র অংশের জন্য একেকটি স্নায়ুকোষ সক্রিয় থাকে।
কম্পিউটার যেভাবে হিসাব করে মাউস পয়েন্টারের গতিবিধি মনিটরে প্রদর্শন করে, মস্তিষ্কও সেভাবে কোন পরিবেশে আমাদের অবস্থান ও চলমান বস্তু গুলোর গতিবিধি নির্দেশ করে। জিপিএস সিস্টেমও এই পদ্ধতিতেই কাজ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন