সোমবার, ৮ এপ্রিল, ২০১৩

এন্ড্রোয়েড লাইভ ওয়াল পেপার, অসাধারন এবং মন ছুঁয়ে যাওয়ার মত!!

কেমন আছেন সবাই?
আজকে আপনাদের জন্য উপহার নিয়ে আসলাম, আপনার এন্ড্রোয়েড ডিভাইসের জন্য খুব সুন্দর এবং মনকাড়া আকর্ষণীয় একটি লাইভ ওয়ালপেপার, যাতে পাবেন বাতাসের রিমিঝিমি সুর এবং শুকনো পাতার নড়াচড়ার শব্দ, এবং এই ওয়াল পেপার টির যে কোন অংশে চুলে পাবেন বাস্তবের মিল, যেমন করে কোন লতা পাতাকে পানিতে ভেজালে যেমন অনুভুতি হয় ঠিক তেমনি,
আমার প্রথম এবং পছন্দের একটি ওয়াল পেপার এটি তাই আপনাদের জন্য ও শেয়ার করলাম আশা করি আপনাদের ও ভাল লাগবে।

ওয়াল পেপার টি ডাউনলোড করতে এখানে প্রেস করুন [ সাইজ ১.৮ এমবি ]
আশা করি এন্ড্রোয়েড সকল ভার্সনে সমর্থন করবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন