সোমবার, ৮ এপ্রিল, ২০১৩

রুট/আনরুট করুন আপনার গ্যালাক্সি Y + Y duos একদম সহজ ভাবে

রুট/আনরুট করুন আপনার গ্যালাক্সি Y + Y duos একদম সহজ ভাবে ।।


    ♣    সতর্কতা :

  • আপনার মোবাইলে কম পক্ষে ৪৫% চার্জ রাখবেন ।
  • আপনার ডাটা বেকআপ করে রাখুন যেমন (Contact,Message etc)
  • রুট করলে আপনি ওয়ারেন্টি হারাবেন ।

  •  কোন প্রকার ক্ষয়ক্ষতির জন্য লেখক দায়ি থাকবেনা

♠ রুট করার সুবিধা :

        → মোবাইল এর পারফরমান্স বাড়ানো যাবে  ।
        → ইচ্ছে মত অ্যাপস ইনেস্টল করতে পারবেন ।
        →ব্যাটারি ব্যাকআপ বাড়বে । (প্রসেসর ডাউনক্লোক করার মাধ্যমে ) ।
        →আপনার ইন্টারনাল মেমোরি ইচ্ছে মত বাড়ানো যাবে( link 2 Sd) এর মাধ্যমে ।
 

♦ ধাপ সমুহ :

      ◊ প্রথমে গুগল প্লে ষ্টোর থেকে সুপার ইউজার আ্যপস ইনষ্টল করবেন ( এখানে )
      ◊ রুট ফাইলটি এখান থেকে ডাউনলোড করে আপনার পিসিতে রাখুন । তারপর মেমোরিতে সেন্ড করুন ।
      ◊ এর পর  আপনার মোবাইল সুইচ অফ করুন । তার পর আপনার মোবাইলের মেনু+পাওয়ার সুইচ+ভলিউম আপ বাটন চাপ দিয়ে রাখুন যতখন না রুট মেনু আসে নিচের ছবি গুলো দেখুন.........

                                      ↓                                           ↓

       ◊ এরপর এরকম আসলে Wipe data/factory reset এ গিয়ে রিসেট করুন (ভলিউম কি আপ উপরে এবং ডাউন নিচে এবং মেনু বাটন Enter হিসেবে কাজ করবে )
{মনে রাখবেন তখন কিন্তু টাচ কাজ করবে না}
        ◊ রিসেট করার পর Select “apply update from sdcard” আপনার মেমোরি কার্ড থেকে আপডেট ফাইলটি সিলেক্ট করে দিন ।
        ◊ তারপর Select “reboot system now”

        ◊ রিবোট হওয়ার পর সুপার ইউজার আ্যাপস টি ওপেন করুন তার পর Binarie update দিন ।

8-)  এখন আপনি সুপার ইউজার একজন রুট করা মোবাইলের মালিক     8-)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 ♥ আনরুট করার নিয়ম :

   →   আনরুট ফাইলটি এখান থেকে ডাউনলোড করে আপনার পিসিতে রাখুন । তারপর মেমোরিতে সেন্ড করুন ।
   →এর পর  আপনার মোবাইল সুইচ অফ করুন । তার পর আপনার মোবাইলের মেনু+পাওয়ার সুইচ+ভলিউম আপ বাটন চাপ দিয়ে রাখুন যতখন না রুট মেনু আসে উপরের ছবি গুলো দেখুন.........
   → Select “apply update from sdcard” আপনার মেমোরি কার্ড থেকে আনরুট ফাইলটি সিলেক্ট করে দিন ।
   → তারপর Select “reboot system now” কেল্লাফতে আবার আনরুট হয়ে গেল  :-D

1 টি মন্তব্য: