সোমবার, ৮ এপ্রিল, ২০১৩

Android VPN service এ DroidVPN হতে পারে VPN সমাধান!

ইন্টারনেটে অনেক ধরণের সেবা প্রতিষ্ঠান Android VPN Service সেবা দিয়ে থাকেন। কিন্তু তাদের গুটি কয়েক ভাল সেবা দেয়। আর স্মার্ট ফোনের ক্ষেত্রে DroidVPN অন্যতম VPN সেবা দানকারী। DroidVPN দিয়ে আপনি নিরাপদে যেকোন ব্লক করা সাইটে ভিজিট করতে পারবেন। আমাদের দেশে ইউটিউব ও অন্যান্য যে সব সাইট ব্রাউজ করতে পারি না। DroidVPN দিয়ে অনায়াশে এসব সাইটে ব্রাউজ করা যাবে। এর সাহায্যে আপনি প্রতিদিন ১০০ এমবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কোন প্রকার টাকা ছাড়া।এছাড়া এই ফ্রি মেম্বাররা তাদের কয়েকটি সার্ভার ব্যবহার করতে পারবেন।


এদের প্রিমিয়াম মেম্বাররা তাদের আনলিমিটেড ইন্টারনেট ও সব গুলি সার্ভার ব্যবহার করতে পারে।

 এই VPN সেবা পেতে আপনার যা লাগবে
 ১. রুট করা একটি Android ফোন
 ২. GP/Airtel সিম
 ৩. DroidVPN এবং Tun.ko installer. (এই দুটি ডাউনলোট করে আপনার মোবাইলে ইনস্টল করতে হবে, সুপার ইউজার পারমিশন চাইলে পারমিশন দিবেন)
 আপনাকে যা করতে হবে
 ১. আপনার মোবাইলের ডাটা অন করে DroidVPN software টি Open  করুন। অপশন বাটনে গিয়ে আপনার    ই-মেইল দিয়ে একটি অ্যাকাউন্ট খুলুন।
 ২. ব্যাস এবার আপনার রেজি:কৃত ই-মেইল ও আপনার পাসওয়ার্ড দিয়ে Login করুন। Login হয়ে Droidvpn connected আসলে ব্রাউজ করা শুরু করুন।


যারা স্মার্টফোন (Android) নিয়ে ইউটিউব ও অন্যান্য সাইটে ব্রাউজ করতে পারছেন না এবং ইন্টারনেট এর খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তাদের জন্য আমার এই  ছোট্ট টিউন। অনেকটা চেষ্টা করেছি গুছিয়ে লিখতে। যদিও ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন