শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

মাত্র ৬ ঘন্টায় Google Adsense অ্যাকাউন্ট

বাংলাদেশে অনেকের মাঝে Google Adsense নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে। অনেকেই মনে করেন যে, বাংলাদেশ থেকে Google Adsense অ্যাকাউন্ট এর জন্য আবেদন করলে পাওয়া যায় না বা বাংলাদেশ থেকে Google Adsense দিয়ে আয় করা যায় না।
ভুল !
Google Adsense


Google Adsense এর জন্য আবেদন করতে হলে কিছু নীতি অনুসরণ করতে হয়। Google সবসময় তার বিজ্ঞাপনদাতা বা Advertiser দের স্বার্থকে বড় করে দেখে বা সংরক্ষণ করে থাকে।
আগে বাংলাদেশ থেকে Blogspot এ একটা সাইট খুলে আবেদন করলেই Google Adsense অ্যাকাউন্ট পাওয়া যেত। কিন্তু মানসম্মত আর্টিকেল বা তথ্য না লেখার কারনে বর্তমানে Google Adsense অ্যাকাউন্ট পাওয়াটা প্রায় অসম্ভব।

মাত্র ৬ ঘন্টায়

হ্যা! মাত্র ৬ ঘন্টায় বা তার চেয়ে কম সময়ে আপনার নিজের নামে Google Adsense অ্যাকাউন্ট করে অনলাইনে আয় করা শুরু করুন।
এ জন্য আপনাকে  এখানে ক্লিক করে কাজ শুরু করতে হবে।
১.রেজিস্ট্রার এ ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
২. প্রোফাইল আপডেট করতে হবে। অন্তত ৮০%
৩. আপনার নামে ক্লিক করে অপশন দিয়ে সেটিং এ ক্লিক করতে হবে। গুগল অ্যাডসেন্স এর জন্য ইমেইল দিতে হবে।
৪. ১০টি পিডিএফ ফাইল আপলোড করতে হবে।
৫. ই-মেইল চেক করে লিংক এ ক্লিক করলেই অ্যাডসেন্স এ আবেদন করা যাবে।
কাজ শেষ এখন শুধু অপেক্ষার পালা। ৬ ঘন্টা বা তার  চেয়েও কম সময়ে নিয়ে নিন গুগল অ্যাডসেন্স।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন