বুধবার, ১০ এপ্রিল, ২০১৩

আপনার ডেস্কটপে পানি ঢেলে দিন

হ্যালো বন্ধুরা,সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালোই আছেন।
আমি এই পোস্টটা ২মাস আগেই দিতাম,কিন্তু অলসতার জন্য দিতে পারিনি।
যায় হোক এখন দিচ্ছি...
নিচের স্ক্রিনশট ২টি দেখুন।।

1~1.JPG


2~1.JPG

কি কেমন লাগলো?


আসলে স্ক্রিনশটে যত সুন্দর লাগছে বাস্তবে এটা আরও সুন্দর।
এটার নাম Watery Desktop।
এটি একটি স্ক্রিনসেভার,শুধু তাই নয় আপনার মাউস এর ইশারায়ও এটা চলবে অর্থাৎ ডেস্কটপের যেদিকে মাউস নিয়ে যাবেন ঠিক সেদিক সেদিক ঢেউ খেলবে।
আবার স্ক্রিনসেভার থাকা অবস্থাতে কখনো মনে হবে বৃষ্টি হচ্ছে;আবার কখনো মনে হবে কেউ হয়তো আঙ্গুল দিয়ে পানি নাড়ছে ইত্যাদি।
কি মজার না?এটা দিয়ে আপনি আপনার বন্ধুকেও চমকিয়ে দিতে পারবেন।

ওহ,ভালো কথা,এটা সব উইন্ডোজ এক্সপি/সেভেন/এইটে চলবে।কিন্তু উইন্ডোজ এইটে স্ক্রিনসেভারটা কাজ করে না,তাই আমাকে বাধ্য হয়ে বন্ধুর পিসি থেকে স্ক্রিনশটটা নিতে হয়েছে,তাই অতটা ভালো হয় নি।
তাই ক্ষমা করবেন।
.:নিচ থেকে ডাউনলোড করুন:.

Watery Desktop

এরপর যথাযথ ভাবে ইন্সটল দিন এবং সিরিয়াল কি দিয়ে রেজিস্ট্রেশান করুন।
কোনো সেটিংস্‌ পরিবর্তন করতে চাইলে নিচের ছবিটি দেখুন...।
3.JPG

কোনো সমস্যা থাকলে জানাবেন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন