মঙ্গলবার, ২১ মে, ২০১৩

অ্যান্ড্রয়েড এর জন্য আবার ফ্রী ইন্টারনেট লিমিট ছাড়া…(Root Needed)


এত দিন অ্যান্ড্রয়েড মোটামুটি সবাই ফ্রি ইন্টারনেট ব্যাবহার করেছেন pd-proxy দিয়ে। কিছুদিন আগে গ্রামীন ফোন থেকে pd-proxy দিয়ে যারা ফ্রী ইন্টারনেট ব্যাবহার করতে পারছেন না তাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন পদ্ধতি। এটি তে ব্যান্ডউইথ এর কোন লিমিট নেই।
(বিঃদ্রঃ ফ্রী ইন্টারনেট ব্যাবহার করতে হলে আপনার ডিভাইসটি রুট করা থাকতে হবে।)
ফ্রী ইন্টারনেট ব্যাবহার করার জন্য আপনার নতুন ইন্টারনেট সেটিংস লাগবে, এইজন্য আপনার অ্যান্ড্রয়েড এর সেটিংস এ যান। এবং নতুন  Access Point খুলুন।
নাম দিন  Name = Free 
APN = gpmms 
Proxy = 10.128.1.2  
Port = 8080  
এইবার save দিয়ে চলে আসুন।  এবং APN টি এক্টিভ করুন। এবার অন্য ধাপ সম্পন্ন করুন।
প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন


এবার ইন্সটল করে orbot অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। ওপেন হলে নিচের মত দেখতে পাবেন।
http://img803.imageshack.us/img803/9697/18545911.png
এবার উপরে দেখানো লাল চিহ্নিত জায়গায় ট্যাপ করুন, সেটিংস আসবে। সেটিংস আসার পর নিচে নামুন এবং Transparent proxying (Requires Root) মেনু এরTransparent Proxying [ ] এবং Tor Everything [ ] চেক বক্স এ চেক করুন ছবির মত।
http://img69.imageshack.us/img69/1838/89455274.png
এবার Outbound Network proxy মেনু তে যান।
http://img834.imageshack.us/img834/2121/98121185.png
এবং Outbound Proxy Type এ HTTPS দিন। Outbound Proxy Host এ 10.128.1.2 এবং  Outbound Proxy Port এ 8080 দিন।
ব্যাস আপনার কাজ শেষ। এবার ব্যাক করে মেইন উইন্ডো তে ফিরে আসুন।
মাঝ বরাবর যেই আইকন আছে তাতে কিছুক্ষন ট্যাপ করে ধরে রাখুন। আপনার কাছে রুট পারমিশন চাইলে পারমিশন দিন। এরপর দেখবেন হলুদ রঙ ধারন করেছে আইকন টি। একটু অপেক্ষা করুন। আইকনটি সবুজ হলে বুঝবেন আপনার নেটওয়ার্ক কানেক্টেড।
http://img577.imageshack.us/img577/3326/80988033.png
এবার উপভোগ করুন ফ্রী ইন্টারনেট। প্লে স্টোর, অপেরা এবং যেই সব অ্যাপ্লিকেশনে এবার ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন কোন লিমিট ছাড়া। তবে একটু স্লো।
সবচেয়ে মজার বিষয় হলো একবার কানেক্ট করলে আপনি মোবাইল বন্ধ না করা পর্যন্ত যত বার খুশি ডাটা ডিজেবল এবং এন্যাবল করতে পারবেন এবং বার বার কানেক্ট করার ঝামেলা নেই। সুধু মোবাইল বন্ধ করলে পুনরায় Orbot এক্টিভ করা লাগবে :)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন