শুক্রবার, ১০ মে, ২০১৩

ইলেকট্রনিক্স-এর Resistor-এর মান নির্নয়ের অসাধারন ফ্রি একটি সফটওয়্যার

যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে তাদের অনেকেরই কালার কোড মনে থাকে না বা থাকলেও রেজিস্টারের মান বের করতে কিছুটা হলেও তাদেরকে বিরম্বনায় পড়তে হয়। আমি আজ একটি সফটওয়্যারের সাথে আপনাদের  পরিচয় করিয়ে দিচ্ছি- চিত্রটি দেখুন-


resistor.jpg


আপনাকে শুধুমাত্র এই অসাধারন ফ্রি সফটওয়্যারটি ইন্সটল করে নিয়ে আপনার রেজিস্টারের সাথে মিলিয়ে কালার গুলো নির্বাচন করতে হবে। তাহলেই আপনার Resistor-টির মান পেয়ে যাবেন।
ডাউনলোড
ধন্যবাদ সব্বাইকে..

২টি মন্তব্য: