শনিবার, ২৫ মে, ২০১৩

আসছে থ্রিডি স্মার্টফোন না দেখলে এখনি দেখে নিন।

প্রযুক্তি প্রেমি ভায়েরা আপনাদের জন্য আজকের আমার এই পোস্ট। বলা যায় একটা  সুখবরই দিচ্ছি আপনাদের।
থ্রিডি সিনেমা, থ্রিডি টেলিভিশন, থ্রিডি কম্পিটার মনিটরের পর অবশেষে ত্রিমাত্রিক জগতে পা রাখতে যাচ্ছে বর্তমান দুনিয়ার সবচেয়ে প্রয়োজনীয় ডিভাইস মোবাইল ফোন। আর সর্বপ্রথম ত্রিমাত্রিক মোবাইল ফোনের নির্মাতা হতে যাচ্ছে বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড আমাজন











সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের এক কথা জানানো হচ্ছে। মার্কিন সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, খুব শিঘ্রিই আমাজন ত্রিমাত্রিক স্মার্টফোন বাজারে ছাড়বে। ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের আরো বলা হয়েছে, এই স্মার্টফোনে ত্রিমাত্রিক ছবি দেখার জন্য বিশেষ চশমারও দরকার হবে না! ব্যবহারকারী চোখের ইশারায় একে চালাতে পারবেন।

1 টি মন্তব্য: