মঙ্গলবার, ৭ মে, ২০১৩

ফেসবুক ও ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সবচেয়ে সহজ উপায় ।

আমরা যারা ফেসবুক বা ইউটিউবের ভিডিও দেখি চাইলেই ডাউনলোড করতে পারিনা , এজন্য বিভিন্ন কৌশল ব্যবহার করতে হয় । আজ আপনাদের দেখাবো সবচেয়ে সহজ উপায়ে কি ভাবে ভিডিও ডাউনলোড করা যায় ।
ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার প্রথমে http://www.downvids.net এই সাইটে যান ।
তারপর





এখানে আপনার ফেইসবুক ভিডিও লিংক দিয়ে ডাউনলোড ক্লিক করুন ।








এবার Download This Video ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করে ফেসবুকের ভিডিও টি ডাউনলোড করে নিন ।


এবার দেখাবো ইউটিউব থেকে ভিডিও  ডাউনলোড করার সবচেয়ে সহজ উপায় ।
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে http://en.savefrom.net এই সাইটে যান ।
তারপর





এখানে ইউটিউব ভিডিও লিংক দিয়ে ডাউনলোড ক্লিক করুন ।








এবার আপনি কোন FLV. MP4, 3Gp, WEBM ফরম্যাটে ডাউনলোড করতে চান তা ডান পাশ থেকে পছন্দ করে ক্লিক করুন,  দেখবেন ডাউনলোড শুরু হয়ে যাবে । এই লিংক থেকে youtube ছাড়াও একই পদ্ধতিতে  rapidshare , vimeo, filefactory থেকে ফাইল নামাতে পারবেন ।
আজ এ পর্যন্ত ভাল থাকবেন সবাই ,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন