রবিবার, ৫ মে, ২০১৩

ভিজিটিং কার্ড বানানোর কয়েকটি সফটওয়্যার, না দেখলে মিস করবেন !!

বিসমিল্লাহির রাহ মানীর রাহীম। এতদিন পড়ালেখার চাপ থাকার কারণে টিউন করতে পারি নাই। আজকে অবসর পেয়ে লেখতে বসলাম। প্রথমে চিন্তা করলাম কি নিয়ে টিউন করা যায়। ভাবলাম আমরা অনেকে ফটোশপ বা ইলাস্ট্রেটর পারি না, তাই আমাদের বিজনেস/ভিজিটিং কার্ড ডিজাইন করা হয়ে উঠেনা। আজকে আমি আপনাদের সাথে দু'টি সফটওয়ার শেয়ার করব। যে গুলো দিয়ে আপনি কোন ধরনের ডিজাইন জ্ঞান ছাড়া ভিজিটিং কার্ড বানাতে পারবেন। এই কার্ডটাকে আপনি ভিজিটিং কার্ডের সাইজ দিয়ে প্রিন্টও দিতে পারবেন। কথা না বাড়িয়ে মূল কথায় আসা যাক...
১. প্রথমটি হচ্ছে একেবারে ছোট একটি সফটওয়্যার। যে কেউ ডাউনলোড করে ফেলতে পারবেন। স্ক্রিন শট দিয়ে দিয়েছি। আশা করি সব কিছু বুঝবেন...

এই সফটওয়্যারটি মাত্র ৭৮২ কেবি। যে কেউ ডাউনলোড করতে পারবেন  ডাউনলোড

 
২. দ্বিতীয়টিও একটি ছোট সফটওয়্যার এবং তার মধ্যে অনেক টেমপ্লেট ডিজাইন ডিফল্টভাবে দেওয়া আছে। আপনি চাইলে ঐ ডিজাইন থেকে নিজের ইচ্ছা মত কালার দিতে পারবেন। নিচে স্ক্রিনশট দিয়ে দিছি, আশা করি বুঝতে কষ্ট হবে না....


 
 আর সফটওয়্যারটিও তেমন বেশি বড় নয়, প্রায় ৫ মেগাবাইটের। ডাউনলোড
৩. ৩য় নাম্বারে যে সফটটি দিব তা হচ্ছে, আমার একটি প্রিয় সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে আপনি দারুণ সব ডিজাইনের ভিজিটিং কার্ড বানাতে পারবেন। স্ক্রিন শট দিয়ে দিছি। কষ্ট বুঝতে হবে না...

সফটওয়্যারটিও তেমন একটা বড় নয়, মাত্র ১৪ মেগাবাইটের। ডাউনলোড

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন